কোথায় আগের বোকা!
ইস্কুলে যায় খোকা
নিয়ে স্লেট বই -
খেলার মাঠে বিকেল বেলা
করে সে হইচই।

চালায় কাঠের গাড়ি
সাঁঝে ফিরে বাড়ি
পা হাত ধুয়ে বেশ -
মায়ের পাশে পড়তে বসে
নামাজ করে শেষ।