কথা (বাটারফ্লাই সিনকেইন)
=====================@@@
কথা
বিরল ফেরেও
মঞ্চে হলে ভোতা,
থাকবে কি আর সামনে বসে
শ্রোতা?
ভাব যা ফেলে উড়াল দিবে
চুপটি র’লেও জেগে,
আতা গাছের
তোতা!
=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৯/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন