স্পষ্ট কথা বলতে শেখেনি
এমন এক শিশুকে একদিন দেখলাম -
টিভিতে কার্টুন ছেড়ে খিলখিল করে হাসছে, নিভৃতে।
যারা বলে হুতোম হাসে না
যায় কি মানা -
বর্ণমালা আয়ত্ব করতে পেরেছে তারা প্রকৃতির!
সদ্য জাগা প্রভাতের দুয়ারে দাঁড়ালে
সহজেই দেখা যায় -
সমীরণ সতেজ ঘাস আর সূর্যালোক
কিরূপে করে হাসাহাসি, মিলেমিশে।
সবাই হাসে
আকাশ মেঘ আগুন পানি, এমন কি অন্ধকারও,
হাসে না শুধু কষ্ট।
কষ্টের হৃদয় আছে -
নেই তার অনুভূতি ব্যক্ত করার অক্ষি বা ওষ্ঠানন।