কম না! (রম্য)
=======================@@@
পাকু কয় বল দেখি শুধু বিনে আল্লা,
আছে কে রে জ্ঞানে-গুণে দিবে আজ পাল্লা!
লাকু কয় মানেটা কি যা করো তা ভুল না?
কাল কেন ঢাকা যেতে গিয়েছিলে খুলনা?
অমনটা আমি নই যতো ভাবো গোমড়া,
তুড়ি মেরে গড়ে দিই হৃদে হৃদে ভোমরা!
পাকু কয় বেশ কথা মানি তুই কম না,
পরশু কি পথ ভুলে ভোলা ছিলো রমনা?
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন