জোড়া সিনকেইন
======================@@@

(১) কলম

          কলম,
        কর্ম ভুলে
  খুঁজলে মালিশ মলম,
দুর্নীতি হয় সে’ সভ্যতার
          অলম।


(২) ছাগল

          ছাগল,
      সামনে পেলে
   খেতেই পারে আগল,
দোষ যে দিলো আস্ত সে এক
          পাগল।

অলম> অলংকার
আগল> হুড়কা, খিল
সামনে> নাগালে পেলে।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৭/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন