দেশ ঘুরে তার কক্ষপথে
কলজে কেন শিরে!
কয় সে ফিরে ফিরে -
বৈষম্যহীন বাংলা গড়ার ভিড়ে,
রয়েই গেলো বিশাল ফারাক
ভন্ডতে আর পীরে!