কই কি ভায়া! (ছড়াক্কা)
===========================@@@
কই কি ভায়া! একটু ভাবো বুদ্ধি সঁপে খাঁটি -
বক্র পাড়ার কাছের-ফাছের
কাঁঠাল পেরে তোমার গাছের,
সার যা খেলে দিনের আঁতে
সামনে রেখেই তোমার হাতে,
পারবে সাঁঝে মিথ্যে আশায় টানতে ভোতা আঁটি!
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০২/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন