পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলামঃ
আসসালামু আলাইকুম,
’গাইতে গাইতে গায়েন
বাজিয়ে হলে বায়েন,
তবুও কি হয় দক্ষ সে’ জন
মানলো না যে আয়েন!!’
খেজুর, তাল, নারিকেল ও আখের মতো লম্বা পাতা থেকে চিকন আঁশ সংগ্রহ পূর্বক নিপুণ ছোঁয়ায় অতি সুকৌশলে বাসা তৈরি করে ‘তাঁত পাখি’ নামে খ্যাত ছোট্ট বাবুই। অত্যন্ত মজবুত তিন কক্ষ বিশিষ্ট এই বাসার এক কক্ষ বসবাসের, একটি ডিম তা’ দিয়ে বাচ্চা ফুটানোর জন্য এবং তৃতীয়টি ব্যবহার করে খাদ্য ভাণ্ডার হিসেবে যা তার অফুরণীয় দক্ষতার অমলিন পরিচয় বহন করে সগৌরবে। তার বাসার শৈল্পিকতা তাই সর্বকালের প্রশংসনীয়।
কবিতা কি নয় বাবুই পাখির বাসা অথবা আমার মায়ের হাতে তৈরি নকশি কাঁথার মতো, যার প্রতিটি কৌশলী সেলাইয়ে জেগে থাকে চঞ্চলা ধারায় জীবনের দুঃখ সুখের ইতিকথা!!
অর্থনীতির ভাষায়- ‘একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ঐ দেশের জন সমষ্টি যদি তা হয় দক্ষ।’
অবহেলা অথবা অনাদরে উদরে দেয়া অখাদ্য নির্গত করে শুধুই বায়ু,
দেয় কি ভুলেও ক্ষণিকের তরে এনে সুফলন আয়ু!!
’তেষ্টায় তবুও মরে না কেষ্টা
যদি থাকে তার জল তালাশের অদম্য মনে চেষ্টা।’
পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে
অনুরোধ রাখছি লেখায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিবেচনা করার জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন। সুন্দর হোক সামনের পথচলা।