সখ্যে বেঁধে মায়ার ডোরে নিত্য নতুন ঢেউ,
পেলেও সুধা ক্ষণে ক্ষণে
কবেই ধী দম নিরজনে
মায়ের মতো এতো আপন নেই ভবে আর কেউ!