খুঁজে এক গোধূলির হাসি
===========================@@@

সময় চলেছে ধেয়ে স্রোতের মতোন
অনন্তের বুকে যেয়ে মিশে যেতে, শাশ্বত এ’ খেলা,
সবাই তো মিশে যাবে
আয়ু কে অসীম পাবে?
জেনেও পিয়াসী যতো আঁখি দ্যাখে কতো আছে বেলা!

নীরবে নদীর তীরে আমিও তো বসে
আমারও কি আঁখি দু’টি একই ভাষা-ভাষী?
র’লেও দাঁড়িয়ে সারে
জানি ক্ষীণ আবদারে
অতল আশায় খুঁজে ওরা এক গোধূলির হাসি!

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৪/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন