কোন এক অতীতে
=========================@@@

আকাশ নামক আরশিটা
চিরযৌবনা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি বলেই
মেঘদের সব সময় মনে হয় ষোড়শী!

ক্ষণিক প্রকৃতির বৈরীতায়
অধিক ঠাণ্ডা অথবা গরম অনুভূত হলে
সহজেই বোঝা যায় -
বৃক্ষরাজি কেমন বা কতোটা কাছের পড়শী!

প্রতিটি জীবনের ক্ষেত্রেই
এহেন ধারা অলংকার স্বরূপ, আজন্মের ভিতে!

আমার পিঞ্জরেও ছিলো প্রাণেরই ক্ষিপ্রতা
বহমান,
তবে তা শুধুই কোন অতীতে!

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৫/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন