খণ্ড ভাবনা
======================@@@

মেঘ ক্ষয়ে কয় মেঘের তরে
মেঘই চির দোষী!
রইলো কে কার দুনিয়াতে
ভাবছি একা বসি।

খালের জলে খলশে পুঁটির
দেখে লুকোচুরি,
আড় চোখে খায় সূর্য এখন
শেষ বিকেলের ঘুড়ি।

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৭/২০২৪ইং।




@বোরহানুল ইসলাম লিটন