ক্ষমা করো!
=======================@@@
পৃথিবী হারিয়ে যাবে, যাক
সে তো চির নিয়মেই বাঁধা,
কারেও বলিনি কভু কানে
যাদুকর রোপেছে এ ধাঁধা!
সলিল বাতাস কাল নক্ষত্রের দল
জানি কার ইশারায় ঘুরে,
তৃষা নিবারণে গড়ে মেঘেরা বাসর
বলাকারা কেনো যায় দূরে।
সদা বলে মন -
হতো না বিহনে তুমি এই ধরাতল
কখনোই রূপে তপোবন।
অনন্ত অসীম আয়ু ওগো দয়াময়!
জানি তুমি হৃদয়ের গতি,
তোমার হুকুম বিনে পায় না যা দিবা
কিংবা রজনী গোর জ্যোতি।
সর্বজ্ঞানী ত্রাতা-দাতা সর্ব-শক্তিমান
সব জানো -
তবু বলি ক্ষমা করো দেখে নাকখত্,
তোমার দেখানো পথে নেমে তুলে কুঁড়ে
ক’টা দিন হয়ে দেখো সৎ!
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
28/03/2024ইং।
@বোরহানুল ইসলাম লিটন