খোকনের সিংহ
=====================@@@
লিখতে দিয়ে মা হেসে কন
বলতো ভেবে মনা,
সিংহ মামা দেখতে কেমন
যেটুক আছে শোনা?
জানায় খোকন ক্যান বলবো সব
পরের কথা মিছে,
কাল যে আমি মস্ত বিকেল
ঘুরছি তারই পিছে।
এত্তো বড় সিং খাড়া দুই
চামড়া সাদা কালো,
রাগ না পেলে দেয় না গুঁতা
ঘাস পাতা খায় ভালো।
গোল্লা গোল্লা চোখ বড় কান
লম্বা লেজের মাথা,
চার মোটা পায় শক্ত খুরা,
থাম কি বলিস যা-তা!
তোর জন্য কি সূর্য ক্ষয়ে
হলদে হলো অতি!
’সত্যি গো মা!’ দৃষ্টি তখন
পার্শ্বে ষাঁড়ের প্রতি।
=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৬/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন