ক্ষিতির গীতি
======================@@@
ভীষণ বেগে ঘুরছে ক্ষিতি
চক্ষু বেঁধে কষে,
নাল হারা এক ঘোড়ার পিঠে
উল্টো হয়ে বসে।
সভ্যতা কাল চটকে চেটে
গুঁড়ো দুধের ছানা,
নাচন রাখে বিজ্ঞাপনে
গর্বে টুটে মানা।
গমের তরেই খাক বা ধুলে
চুপটি বুনে তিসি,
অন্ধ আশে আজ ধী মনন
তৃপ্ত দিবা-নিশি।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৭/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন