খেজুরের ভোর
======================@@@
যদি করো বিশ্বাস
পাবে দশে দশ,
চেয়ে দ্যাখো সামনেই
খেজুরের রস!
ভুলে গেছে খোকা খুকি
আলসের নিদ,
হাঁক ছুঁড়ে ফিঙে টুটে
কুয়াশার জিদ।
ভাপা পিঠা রস পিঠা
পাটালির চুম,
মিঠা রোদে মাখামাখি
আহা এ কি ধুম!
ডাঁশ মাছি ভন ভন
সুর তালে বেশ,
চায় না কে খেতে আজ
মুড়ি সন্দেশ!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন