কেন! (অণু)
======================@@@

পরের প্রভাতে ওই শিশিরের সাথে
দেখা যদি না হবে আবার,
কেন হে বিধাতা এতো দূর্বার বুকে
দিয়েছিলে বাসনা পাবার!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/১২/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন