কে দেবে! (শায়েরী)
============================@@@

ঢেউয়ের বুকে মিশছে রে ঢেউ নাচন তুলে নীল জলে,
আজ যমুনার চাঁদ সিতারা খুব যে রূপে ঝলমলে!
জপছি বসে ঢের এ’ রাতে মন্থনে যা তোর স্মৃতি,
বল না সখী কে দেবে এই ভাবনা থেকে নিষ্কৃতি?

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/১০/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন