রাতকে ভুলে মেলবে দিবস আঁখি
এই তো নিয়ম চক্রযানের রোজ,
গায় বুঝি তাই ত্রিকালদর্শী পাখি
'আজ যে গেলো কাল কে রাখে খোঁজ!'
'কেমন মাটি কই তা নিরবধি!'
ত্বরিত বলে আসন পেলেই হেম,
মানছি ভুলে বেখেয়ালেই নদী
বৃষ্টি মেঘের ঢলাঢলি প্রেম।
বন্ধু চির সূরকে ফেলে পাটে
ছিটেল ঘোরও চড়লে কালের নায়,
একটা তারা নেমে শ্যামল বাটে
ক্যামনে কেন আমায় ডাকে আয়!