ক্যামনে হলে কবি!
======================@@@
ক্যামনে হলে কবি!
খুঁজলে কি হে বর্ণে কেমন
তাগড়া মাঠের ছবি?
গর্ত দেখে নিরবধি
বললে যদি ’এই তো নদী’
জাগবে ভাবো বৃক্ষ শাখে রবি -
ক্যামনে হলে কবি!
আঁকতে পারো একাত্তরের
বুকটা কেমন লাল?
যত্নে স্মরে বায়ান্নতে
বৃদ্ধা মায়ের গাল?
চিন্তা হলে রোগা -
তুষ্ট মনে যায় কি চাখা
চিংড়ি লাউয়ের ডগা!
জানবে বরং গোলাপকে করবি -
ক্যামনে হলে কবি!
চিনলো না যে কুঁড়ে -
পিরিত কি তার পৌঁছতে পারে
নকশি কাঁথার ফুঁড়ে!
দেখলে বাউল ভাববে এ আজনবি -
ক্যামনে হলে কবি!
ফুঁড়ে> ফোঁড়ে।
আজনবি> বিদেশী।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০২/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন