টুকরো কথা -৬৫ (কল্পতরু)
==========================@@@

হঠাৎ সেদিন বর্গির সাজে এসে
আমার বাগান থেকে তুলে নিয়ে গেলো ওরা
ষোড়শীর মতো চারাটি!
দেখতেও দেয়নি -
কোথাও রোপণ নাকি ধ্বংস করলো ওকে চিরতরে!

তারপর থেকে এহেন ভাবনাই হয়তো
আচ্ছন্ন করে রাখতো অন্তরটাকে আমৃত্যু -
যদি না নির্জনে হাঁটলেই নিত্য চোখে পড়তো
সদ্য ঝরা অগণিত কোরক!

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/১২/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন