রুবাইয়াত-ই-বোরহান (কালের ধারা)
===========================@@@
দ্বন্দ্ব হলে কালের পতি হোক যে কোন ছল বলে,
ছন্দ ডলে খত্ দেয়া নাক তপ্ত নাঙা গাছ তলে।
পায় কি ফারাক চিত্ত তখন নোনতা মিঠা জল চেখে!
আজ এ ধারা আস্থা হারা বহুরূপী কুন্তলে।
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৬/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন