কাকুতি
======================@@@
সূর্যটা আজ রুক্ষ ক্রোধী
কে ছুঁড়েছে ঢিল!
খাল খুঁজে তার শুকনো চোখে
আত্মভোলা চিল।
সিঁধ কেটে খায় তপ্ত পবন
পাখ-পাখালির গান,
যায় বোঝা ফল পত্র দেখে
বৃক্ষাদির আনচান।
প্রাণ কি হাসে ভ্যাপসা ঘরে
রুগ্ন রলে মন?
মাওলা তুমি মেঘ এনে দাও
বৃষ্টি কিছুক্ষণ!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৫/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন