কাঁদ সজনী কাঁদ!
=======================@@@

কাঁদ সজনী কাঁদ!
খুঁজলি না ক্যান ভুল যা ভেনে
কোনটা ভয়াল ফাঁদ?
কাঁদ সজনী কাঁদ!

ছুটলে তখন ঘোড়ার দরে
নামটা লিখে রেসে,
নাইবা পেলি দীপ্ত পদক
ফিরতি ঠিকই শেষে।

বুঝিলি কি বল নামলে হবে
বাঞ্ছা সবই ক্ষয়!
চড়লি লোভে বাঘার পিঠে
আনতে বাগে জয়।

এমনি কি হয় দাদ!
পাওনা কার এ বলতো দেখি
স্বর্ণ রূপী খাদ?
কাঁদ সজনী কাঁদ!

বিশেষঃ আমার লেখার ধরণটাই
আত্মকেন্দ্রিক - উদ্দেশ্য করে নয়।
কবিতার অন্তর্নিহিত তাৎপর্য সার্বজনীন
যদিও উপজীব্য ধারী।
বিশ্বাস রাখুন কাব্যিকতা হয় না বিকলাঙ্গতে।
শুধুমাত্র সৃজনের সুবিধার্তে এ আশ্রয়।

=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০২/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন