যুগল গীতিকাব্য
======================@@@
(১) মাঝ দরিয়ার গান
মাঝ দরিয়ায় কান্দি দয়াল
বুকে মোহের বান -
অথৈ জলেই যায় বুঝি পরাণ!
শান্তি হারা দিলের বেদন
বুঝবে বলো কেউ!
কূল দু’খানি ভেঙেই চলে
অঢেল মাতাল ঢেউ।
খুঁজলে ভেলা ব্যাকুল আঁখি
বাড়ে স্রোতের টান -
অথৈ জলেই যায় বুঝি পরাণ!
কাজল বরণ মাতাল নিশি
কাড়ে দেহের বল,
অচিন পাখি দখিন পাশে
কতোই করে ছল।
ভাবলে পাবো ভাটার দেখা
ঘোমটা টানে চান -
অথৈ জলেই যায় বুঝি পরাণ!
(২) সময় কোথায় ভাসবে আঁখি নীরে!
বিরল মোহে দিন ফুরালো
তুষের ফেরে বেচতে চিড়ে -
সময় কোথায় ভাসবে আঁখি নীরে!
হাড়ির উপর রসের হাড়ি
আশায় রেখে সারি সারি
মারছে তাতে লাঠির বাড়ি
চিত্ত কানা পিছন ফিরে -
সময় কোথায় ভাসবে আঁখি নীরে!
সাজছে ভূমে গহর চাষা
রোপে তাতে ভালোবাসা
আলেই বসে গড়ছে পাশা
আপন পিঠের চামড়া ছিঁড়ে -
সময় কোথায় ভাসবে আঁখি নীরে!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/১১/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন