রুবাইয়াত-ই-বোরহান
(যত্নের জল ও দুখের ঘোরে)
=============================@@@
(১) যত্নের জল
বীজ রোপে এই মাথার পাশে রচে গাছের শ্যাম কায়া,
মানুষ ডেকে ক্যান দিতে চাস গোরের বুকে রোজ ছায়া!
তারচে’ রাখিস শেষ রাতে শেষ যত্নে দু’ফোঁট আঁখির নীর
তোর প্রেমে কি নইলে পাবো বল সখী বল সেই মায়া?
(২) দুখের ঘোরে
ঘিরলে জীবন ঘোর কালো মেঘ সন্ধ্যা দুপুর রোজ প্রাতে,
পা দু’টি তার র’লেও সচল বুক র’বে আড় কাতরাতে।
বলতে কভু না চাইলে সে ‘ক্যান ভেজা রয় দুই আঁখি’
হ্যাচ্চো দিতেই জনম যাবে ক্ষণ পাবে না ফ্রি হাতে।
@ বোরহানুল ইসলাম লিটন
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৫/২০২৩ইং।