যখন আঁধার নামে
======================@@@
যখন আঁধার আসে চারিদিকে নেমে
কোথায় হারিয়ে যাই আমি!
সেখানে বাগিচা আছে আকাশের তলে
হেন কেন! জানে অন্তর্যামী।
সেখানে কুসুম ছিলো চন্দ্রিমার রূপে
তারে ভেবে ভুলে স্বীয় গান,
অটল পাহাড় ঝরে নিশুতির মতো
মথে মথে অস্ফুট জবান।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/১০/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন