যদি তুমি অবশেষে--
==========================@@@

হবেই আবার দেখা কোন একদিন
নিযুত বছর পর যেতে পারে তারও কিছু বেশী,
সেদিনও বলবে চিল বারে বারে ডেকে
’ও হে নীরদের দল তোরা কেন রূপে এলোকেশী!’

দাঁড়িয়ে থাকবো একা হিজলের তলে
দৃঢ় অপলকে চষে নীলিমায় শত অভিমান,
এ’ হৃদয়ে আসবে কি গান?
আস্থাধারী অপেক্ষার ছটফটে দরে
ক্রোধ-বোধ ক্ষয়ে অকাতরে
ব্যাকুলে কিনবো তবু শালিকের মায়াবী জবান!

সুদূরের পানে চলা বলাকার দল
অবেলা ছড়িয়ে দিবে এ’ মননে ব্যথাতুর শ্বাস,
হঠাৎ দেখবো চেয়ে পাশাপাশি দোঁহে
তোমার ললাটে নেই একটুও ক্লান্তির আভাস -
মুছেছে যা দখিনা বাতাস!

অভয়ে অনন্তকাল এভাবেই র’বো
আঁখি ও হৃদের টানে মাঝে গড়ে চিরন্তন সাঁকো,
ছলনে বলনে নয়
ফেলে যতো সংশয়
যদি তুমি আমাকেই অবশেষে ভালোবেসে থাকো!

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৫/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন