যখনই ভাবি
========================@@@
মোহ আর মায়া - পিদিমের কায়া
যতোই রাখুক কোলে,
রবি গেলে পাটে - ফেলে সবই ঘাটে
যেতে হবে জানি চলে।
হবে দেখা ফের - আবারও দোঁহের
মেঠো পথে রেখে দাবি?
বিষাদের জল - করে কতো ছল
যখনই এ’কথা ভাবি।
========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৬/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন