জবর জবর!
===========================@@@
ভালোই আছি সিংহাসনে নগ্ন ঘরের চালে!
বেতাল বায়ু দেয় যা খবর
বলেই খুশি জবর জবর
প্রখর রোদের চুম্মা মেখে খসখসে দু’গালে!
রাখবে কি সে সংজ্ঞা হারা হাট বাজারের খোঁজ -
ধনার ঢেঁকুর ক্লেশ যা হরে
নাক যদি রোজ জাপটে ধরে
আর তা হলে উপরি পাওয়া যেমন ঘুষের ডোজ!
চাই না দেখি কালের হালত কিংবা গরীব দুখী!
অন্ধ আঁখি বোধ ধী কানা
দেয় না কিছুই চিত্তে হানা
হয়তো আমি এই কারণেই সবচে’ বেশী সুখী!
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০২/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন