যা কিছু শাশ্বত নয়
খুঁজি তাতে পরিচয়
কে আপন কেবা পর সংশয় শত-
অবাধে বাড়ায় ভিতে ক্ষত অবিরত।
বেচে ঘিলু আধ কিলো
এমনই কি কথা ছিলো
এলে ক্ষীণ হার -
ভাববো যা ত্রুটি-দোষ সব বিধাতার!
দেখি এই পৃথিবীর পর
নারী বলো যতো আছে নর
দিবা আর রাতি -
জীবন নিয়েই নিতি চলে মাতামাতি।
আয়ু করে ফিকে -
অথচ চলেছি সবে মরণের দিকে।