রুবাইয়াত-ই-বোরহান (জীবনের ধন)
============================@@@

হায়াত ভেবে ধন গড়া ক্ষণ আশায় সেজে তালকানা,
দুই সিকি দম তুলছি ঘরে নিত্য খোয়ে নয় আনা।
দিন যা গেছে এমনি করেই ভাণ্ড খুলে আজ দেখি,
নেই কোন ধন তুমি বিনে ও গো দয়াল রাব্বানা!

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৮/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন