যেইখানে
============================@@@

’অশান্ত ঊষর মনে সাহারার খরা,
জ্বলন্ত সা-হারা পণ ডাক হরকরা!’

সহস্র বছর হলো এভাবেই গত
পায়নি হিমের ছোঁয়া ক্ষণকাল দূর্বায় এ ভূমি -
যেইখানে জেগে ছিলে তুমি!

একদা হেমন্ত এনে আমনের শীষ
ছড়াতো হরেক আশা এ দুয়ারে স্ব-সুবাসে চুমি -
যেইখানে জেগে ছিলে তুমি!

থাকতে দেয়নি রাতে হয়ে আনমনা
রয়েও টাকলা মাঠে নীরবেই চড়ুইয়েরা ঘুমি -
যেইখানে জেগে ছিলে তুমি!

আমারি এ চির-চেনা বাংলার ধারা
আনেই প্রতিটি ভোর যেইখানে নবরূপে দিন,
হয়তো সকলি আছে তবু হয় মনে
স্বভাবে কিছুই নেই সবই ছিলো তোমাতে রঙিন!

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০২/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন