জানতে পারো কি সুনয়না!
=========================@@@
উর্বর জমিন পেয়ে আকাশের নীচে
একদিন বলেছিলে তুমি,
’বেভুলা হলেও শেষে আপনারে খোয়ে
এখানেই র’বো জেগে ঘুমি।
দেখবো দখিনা বায়ে পাখালির ভান
প্রেমের আঁচল সদা পাতি,
পরম যতনে করে রূপালী সিনান
গড়ে দেব নিশুতির খ্যাতি।
ক্ষণিক খেয়ালী মেঘ পতঙ্গের ডাকে
নিয়ে এলে বাদলের ধারা,
পাবোই অদূরে জানি কোকিলের গান
হিম কাশ হেমন্তের সাড়া।’
নিথুয়া পাথার আজ শ্যামলা সে’ বুক
জানতে কি পারো সুনয়না,
দুখের নীলাভ জল কতোটা আক্রোশে
তোমা স্মরে করে আনাগোনা?
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০৮/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন