ডাকে নাকো মেলা মোরে ডাকেই না আর
ডাকে না সে' সময়ের হাসি,
জানি না হারালো কেন কোন অজানায়
কি কারণে দু' টাকার বাঁশি!