জাগো মুসলমান!
======================@@@
জাগো মুসলমান!
প্রাণ সঁপে আজ প্রমাণ করো
আল্লাহ-ই মহান!
কেনেই নামে শীত ও খরা
কও তো বাদল রোদ?
দু’শো কোটি হৃদ হে তোমার
শ্রেষ্ঠ জগত বোধ!
আশি লক্ষ অরির হাঁকে
ধর্ম র’বে দুর্বিপাকে!
বোন মা ভায়ের লহুর ধারা
পায় না কেন মান?
জাগো মুসলমান!
সংশয়ে ক্যান গাও হে বসে
’ক্যামনে পাবো জয়!’
নেই কি তোমার বীরের খনি
মজ্জা ত্যাজি (তেজী) হয়?
কিসের ভীতি আঁধার ঝড়ো?
কোরান হাদিস আঁকড়ে ধরো!
নইলে কি ফের উঠবে ভাবো
ভাদ্র মাসের চান?
জাগো মুসলমান!
হয়> ঘোড়া।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/১০/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন