এই যে তুমি খুব যে করো
দমের খবরদারি,
এলো বুঝি গাড়ি -
থাক বা না থাক ইচ্ছে আশা
যাবেই নিয়ে বাড়ি!

পৌঁছলে শমন দ্বারে -
খাস কি রবে রাঁধন-বাঁধন
শক্তি বা বল হাড়ে!
একটুখানি বরই পাতা
গরম জলের সাথে -
গোসল পরের হাতে,
খাটবে ভাবো আড়ি -
সুরমা আতর শুভ্র বসন
যাবেই নিয়ে বাড়ি!

এই যে তুমি খুব যে সাজো
দম্ভী অহংকারী,
এলো বুঝি গাড়ি -
থাক বা না থাক ইচ্ছে আশা
যাবেই নিয়ে বাড়ি!