টুকরো কথা -৭০ (হয়তো ...)
=========================@@@
আয়ুষ্কাল মানেই -
’চির সজীব সুধা-সুর সম্বলিত
কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি’
বাক্যটি মিথ্যা নয় লীলাবতী!
জীবদ্দশায় কিছু লিখতে না পেরে
হয়তো আমিই শুধু -
ক’টা জীবন্তই কবিতা লিখে গেলাম
মৃত দেহের মলাটে!
=========================@@@
পাঁচুুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০১/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন