হবেই অপলক! (অণু)
==========================@@@

যে কারো সোনালী ক্ষেত, বহ্নিধারী শ্বাস
ক্ষুধার্ত ইঁদুর সেজে রোজ যদি অবাধে মাড়ায়,
ডাগর আঁখিও তার হবে অপলক
আহত স্বপন সঁপে দিনে দিনে গলিত নাড়ায়।

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/১০/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন