হে গুড় নদী!
======================@@@
শীতল ছায়ে শ্যামলা দু’পাড়
তিড়িং বিড়িং পাখি,
অবাক হয়ে নিত্যি জপি
গহন জলের আঁখি।
মাছরাঙা নাও ঢেউয়ের নাচন
থাকেই জেগে চেয়ে,
ভুললো কে ওই বদনখানি
চাঁদনী রাতে পেয়ে!
হে গুড় নদী! তোর পাঁজরে
যতোই দেখি ধারা,
মন খুঁজে পায় হরেক মাছের
টগবগে আশকারা।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৭/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন