হে বাঙালী বোলো রাতি পোহালে,
আছিয়াকে যেতে হলো অকালে!
বেঁধো গান দ্বিধাহীন সুমনে,
দোষ তার ছিলো না এ' ভুবনে!

বোলো সদা বোধে রেখে লেখনী,
নিষ্পাপ ছিলো ঝুঁটি বিননী!
খুনসুটি স্কুল ওর বায়না,
কেড়েছে রা নরপশু হায়না!