হায়রে স্রোতের পতি!
=======================@@@
সর্বে পেতে নগদ পা হাত
খাইয়ে লোভে নিম,
কেড়েই নিলি মুখ থেকে ছা’র
হাট্টিমা টিম টিম!
হায়রে স্রোতের পতি -
তীক্ষ্ণ কি হয় এলেম বিনে
ত্রিনয়নের জ্যোতি!
মানছি হবে খুব সে বড়
ইচ্ছেমতো তুলবে ঝড়ও
তাক করে আঙ্গুল -
ফুটবে তাতে ফুল!
বাঁধলে ধী বোধ শোরে -
আর সে কাঁদে চরণ তলে
কিংবা দোয়ায় গোরে!
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৫/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন