হাতির বেটির বে!
=======================@@@

করবে বে আজ হাতির বেটি
খবর পেয়ে শেষে,
স্বয়ংবর এক অনুষ্ঠানে
মিললো সবে এসে।

গণ্ডার চিতা জেব্রা জিরাফ
বাদ পড়েনি হরি,
সার বেঁধেছে পাণ্ডা হনু
নামটি বেজির স্মরি।

কুমির যখন অপেক্ষাতে
বলছে ‘এ কোন জ্বালা!’
বের হলো সেই সদ্য কনে
হাতে ফুলের মালা।

হায়না ভাবে গেয়েই ফেলি
’যোগ্য কে আর দলে!’
ষাঁড় দ্যাখে পণ ততক্ষণে
ঝুলছে গাধার গলে।

হাত তালিতে চতুর্দিকে
উঠলো হঠাৎ মাতি,
ভাব দেখে এক মিচকে শিয়াল
মেললো মাঝে ছাতি।

হরি> ‍সিংহ।
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০৯/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন