হাসি!
কোথায় আছো কেমন আছো
চাও না ক্যান আর বাঁশি?
জানো প্রাতে রোজ,
চুপটি যেয়ে পোস্ট অফিসে
চিঠির করি খোঁজ!!
বিকেল এলেই বটের ফাঁকে
মন ছুটে যায় নিঝুম বাঁকে,
কত্তো সেথা শালিক দোয়েল
তর্কে মাতে আসি! -
কোথায় আছো কেমন আছো
চাও না ক্যান আর বাঁশি?
আচ্ছা! টেনে চুল,
গান গেয়ে কি আজও খুঁজো
মগডালের বুলবুল?
আমি ঘাসের আস্তরণে
দেখিই ফড়িং হাঁসের সনে,
কয় কি কিছু কানাবগি
কিংবা রসিক চাষি! -
কোথায় আছো কেমন আছো
চাও না ক্যান আর বাঁশি?
যদি আবার ফিরে আসি চিনবে কি করে।
এই প্রকৃতির এত রঙের ভিড়ে।
ভাল থাক্বেন। রক্তিম শুভেচ্ছা ।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা নিরন্তর।
দুষ্কৃতিদের কবলে পড়ে মিলিয়ে গেছে মুখের হাসি ।
অসাধারণ ছড়া কবিতা। ভারী চমৎকার উপস্থাপনা ।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।