গান ও ভান
======================@@@
বাগের ধারে দেখেই ঝরা দল -
কে ভাবে না এদের এ’ আশ
সবচে’ সুখের ফল?
কয় না কি যেও বোকা -
’এই দেহ তো ক্ষণস্থায়ী
তপ্ত দমের ধোকা’?
প্রাণটা রেখে মানবতার ছায় -
সত্যি কি ভাই ফুলের মতো
হায়াত সবে চায়?
করতে হাসি দান -
ক্যান তবে রোজ ঘর-বাহিরে
বাড়ছে এতো ভান?
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন