গর্জে উঠো মুমিন!
=====================@@@

চৌদিকে আজ এ কি ভয়াল থাবা!
পড়ছে নিতি সাঁঝের তারা খসে,
টানছো কেন মিথ্যা মোহের দাবা?
জাগো মুমিন আর থেকো না বসে!

চাও না বাড়ুক মন ঈমানের জ্যোতি?
কণ্ঠে বাঁধো আল্লাহু আল্লাহু!
লুপ্ত করো হোক না তাতে ক্ষতি
বিশ্বে যতো মাতাল পশুর রাহু!

ধর্ম হবে মানবতার ছাতা
গর্জে উঠো, গর্বে চলো ছুটি,
বলছে যারা আকসা কাবা যা-তা
জন্তু ওরা ছিন্ন করো টুঁটি!

নেই কি বুকে পাক নবিজীর বাণী?
শঙ্কা কেন এক্ষুণি হও খাড়া!
একটু ভাবো যত্নে ফেলে পানি
মরছে গাজায় ফিলিস্তিনি কারা!

=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/১০/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন