টুকরো কথা -৭১ (গণিকালয়ের দরজা)
============================@@@

সেদিন সভা বসেছিলো, বিশাল খোলা ময়দানে
মাথা অ’লাদের সভা।
’নানা প্রতিবন্ধকতা স্বর্ণলতিকা হয়ে
জাপটে ধরে রেখেছে নারী বৃক্ষের ডালপালা!
নারীরা মায়ের জাতি
বোনের জ্ঞাতি
মা বোনের মুক্তি চাই’ মূল প্রতিপাদ্য বিষয়।

রাত নিবিড় হতেই - কতিপয় প্রাণ
ছটফট করতে লাগলো ক্ষুধার্ত শ্বাপদের মতো
যদিও বেড়েই চলেছে রাতের সাথে পাল্লা দিয়ে
তখনও আলোচনার গভীরতা।

শেষ হলো অবশেষে
সিদ্ধান্তও হলো পাকা
এক্কেবারে পাকা -
অথচ উপস্থিত বেশীরভাগ সভ্যই জানতে পারলো না
ওই সময় পর্যন্ত বন্ধ ছিলো
সমস্ত ‘গণিকালয়ের দরজা!’

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০১/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন