গোমড়া হুতোম
======================@@@
আম বাগানে খবর এলো
বারিদ হয়ে উড়ি -
আসবে চাঁদের বুড়ি,
দেয় নাকি সে ইচ্ছেমতো
দূর থেকে সুড়সুড়ি!
কাক বলো বা ছোট্ট টুনি
মেললো হাসি বাক্য শুনি,
মন রলো কার ভার?
বাঁধলো হুতোম ঘাড় -
’মানবো না হে হার,
যতোই হা হু শব্দ আসুক
কর্ণতে বার বার!’
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০১/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন