বাশার মিয়া আষাঢ় মাসে বলদ কিনে লোনে,
হাবুলকে সে কাবুল থেকে বললো ডেকে ফোনে -
বোয়াল উঠে গোয়াল ঘরে ঢুকতে আসে যদি,
ক্রেনে বেঁধে ট্রেনের উপর রাখিস তুলে নদী।