গহীন বাগে
============================@@@
মনের গহীন বাগে - হোক ক্ষীণ অনুরাগে
হঠাৎও ডাকলে জেগে পক্ষি,
শুকনো পাতার তালে - বলছি না আবডালে
ঘুরে কারো সচকিত অক্ষি।
থাকে কি ফাগুন দূরে - মেতে উঠে চেনা সুরে
যদিও নিরালে বাঁধে দৃষ্টি,
দেখে এ’ অতুল খেলা - হারে এক কালবেলা
ভূমে পেয়ে অবশেষে বৃষ্টি।
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/১১/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন